মঙ্গল-বুধবারেও বিদ্যুৎ থাকবে না চট্টগ্রামের কিছু গুরুত্বপূর্ণ জায়গায়

বিদ্যুৎ বিভাগের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য মঙ্গলবার (২০ অক্টোবর) ও বুধবার (২১ অক্টোবর) চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ ও জনবহুল কাতালগঞ্জ, পাঁচলাইশ ও আগ্রাবাদের কিছু এলাকায় বেশ অনেকটা সময়জুড়ে বিদ্যুৎ থাকবে না। বেশিরভাগ এলাকাতেই ওই দুদিন সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ চালু হতে পারে বলে তাতে জানানো হয়েছে।

স্টেডিয়ামের আওতাধীন যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে—
মঙ্গলবার, ২০ অক্টোবর — সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত

বিক্রয় ও বিতরণ বিভাগ-স্টেডিয়ামের আওতাধীন মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্র ১১ কেভি ফিডার কে-০৬ (আংশিক) এর আওতায় কাতালগঞ্জ ৩ নম্বর ও ৪ নম্বর রোড, পাঁচলাইশ, মেডিকেল মেইন গেইট আশপাশ এলাকাসমূহ।

বুধবার, ২১ অক্টোবর — সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত

বিক্রয় ও বিতরণ বিভাগ-স্টেডিয়ামের আওতাধীন মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্র ১১ কেভি ফিডার কে-০৬ (আংশিক) এর আওতায় কাতালগঞ্জ ৩ নম্বর ও ৪ নম্বর রোড, পাঁচলাইশ, মেডিকেল মেইন গেইট আশপাশ এলাকাসমূহ।

আগ্রাবাদের আওতাধীন যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে—
মঙ্গলবার, ২০ অক্টোবর — সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত

বিক্রয় ও বিতরণ বিভাগ-আগ্রাবাদের আওতাধীন ছোটপোল, সমবায় সিঙ্গাপুর মাকেট, বড়পোল, পুলিশ লাইন, শান্তিবাগ, বেপারীপাড়া, গোল্ডেন টাচ, রঙ্গীপাড়া, মুহুরীপাড়া ও আশপাশ এলাকা।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm