মক্কায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবু ছালেহ সংর্বধিত

সৌদি আরবের মক্কায় পবিত্র উমরাহ পালনে আসা চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা আবু ছালেহকে সংর্বধনা দিয়েছে প্রবাসী মক্কা আওয়ামী লীগ। রবিবার (৯ জুন) মধ্যরাতে মক্কার নউজায় স্থানীয় একটি হোটেলে সংর্বধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মক্কা আওয়ামী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খানে আলম ।

সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হায়দার মোহাম্মদ ইকবাল। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবু ছালেহ। প্রধান বক্তা ছিলেন মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মক্কা মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ
সম্পাদক আবু তৈয়ব, যুবলীগ নেতা দেওয়ান ইসমাইল ও কাইছার মাহমুদ।

বক্তব্য রাখেন মোহাম্মদ কামাল, নুর মোহাম্মদ, শেখ শহীদুল হক, নাজিম উদ্দীন বাবুল, আবু সৈয়দ, শাহাজাহান, আবদু শুক্কুর, জসিম উদ্দিন, ওবায়দুল করিম, আইয়ুব আলী,সেলিম আহমেদ সহ আরও অনেকে।

এ সময় মক্কা আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ ছাড়া ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm