ভ্যান চালকের বাড়ি পুড়ে ছাই রাউজানে

চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ হারুণ নামের এক ভ্যান চালকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৫টার দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হিংগলা নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যে আগুন সবদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ভ্যান চালক মোহাম্মদ হারুণ বলেন, আগুনে আমার আসবাবপত্র, হাঁস-মুরগি, কবুতরসহ সবকিছু পড়ে গেছে। এতে আমার তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm