ভ্যাট দিয়ে মিলছে লাখ টাকা পুরস্কার

চট্টগ্রামে দুইদিনের মেলা শেষ হচ্ছে বৃহস্পতিবার

চট্টগ্রামে অনলাইনে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৩০ হাজার। এর মধ্যে ১৬ হাজার গ্রাহক নিয়মিত ভ্যাট দেন অনলাইনে। এছাড়াও চট্টগ্রামে ৪০০ ইএফডি মেশিন (ইলেক্ট্রনিক ফিসকাল ডিভাইস) বসানো হয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে।

ইএফডি মেশিনে ভ্যাট প্রদানকারী গ্রাহকরা পাচ্ছেন সরকারি পুরষ্কার। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের আয়োজিত ভ্যাট মেলায় ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় দপ্তরে দুই দিনব্যাপী ভ্যাট মেলা শুরু হয়েছে। এ মেলা চলবে বৃহষ্পতিবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের অধীন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আগ্রাবাদ, চান্দগাঁও, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, পটিয়া, কক্সবাজার ও বান্দরবান বিভাগে এ মেলা হচ্ছে।

ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘অনলাইনে রিটার্ন দাখিল করতে কোনো রূপ হয়রানির শিকার যাতে না হতে হয় সেটি নজর রাখা হচ্ছে। ভ্যাটকে যেন সাধারণ মানুষের দ্বারপ্রান্তে পৌঁছানো যায় সে লক্ষ্যেই মেলার আয়োজন।’

তিনি বলেন, ‘ভ্যাট দিলে পুরষ্কার পাবে। দেশের মোট ১০১ জন ভ্যাট প্রদানকারী ব্যক্তিকে পুরষ্কৃত করা হচ্ছে। যার প্রথম পুরষ্কার ১ লক্ষ টাকা, দ্বিতীয় পুরষ্কার ৫০ হাজার, তৃতীয় পুরস্কার ৫ জনকে ২৫ হাজার টাকা করে। চতুর্থ পুরষ্কার ১০ হাজার টাকা করে ৯৪ জনকে প্রদান করা হবে।’

ভ্যাট কমিশনার বলেন, ‘ভ্যাট দিতে আগ্রহী করে তোলার জন্য এ পুরষ্কারের ব্যবস্থা করা হয়েছে। মেলার মাধ্যমে ভ্যাট রিটার্ন জমা দিলে হয়রানির সুযোগ থাকে না। কর্মকর্তাদের অসদাচরণের সুযোগও নেই।’

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সরদঘাট সার্কেলের উপ কমিশনার মো. শাহীনুর কবির পাভেল জানান, ‘চট্টগ্রামের গ্রাহকরা এখন অনলাইনের দিকে ঝুঁকছে। তবে অনলাইনের ক্ষেত্রে গ্রাহকদের কিছু ঝামেলার সম্মুখিন হতে হচ্ছে ব্যবহার না জানার ফলে। আমরা ব্যবসায়ীদের তা শিখিয়ে দিচ্ছি। চট্টগ্রামের ৮টি বিভাগে প্রায় ৩০ হাজার অনলাইন নিবন্ধনধারী ব্যবসায়ী রয়েছেন। যাদের মধ্যে ১৬ হাজার নিয়মিত ভ্যাট দেন অনলাইনে।

এএস/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!