ভোর ৬টায় লকডাউন হয়ে যাবে উত্তর চট্টগ্রামের প্রথম উপজেলা

করোনাভাইরাস ঠেকাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টা থেকে লকডাউন কার্যকর হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।

তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটি জেলা প্রশাসক মহোদয়ের অনুমতিক্রমে সোমবার ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাটহাজারী উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে।

লকডাউন বলবৎ থাকাকালে সকল প্রকার গণপরিবহন ও জমায়েত বন্ধ থাকবে। এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত কঠোরভাবে সীমিত থাকবে। জরুরি পরিসেবা যেমন বিদ্যুৎ, ফয়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট ও ব্যাংকিং সেবায় নিয়োজিত গাড়ি লকডাউনের আওতামুক্ত থাকবে।

চিকিৎসা সেবায় নিয়োজিত ব্যক্তি ও চিকিৎসা সামগ্রী বহনকারী পরিবহন, নিত্যপ্রয়োজনীয় পন্যসামগ্রী, খাদ্যদ্রব্য, শিশুখাদ্য, কৃজিজাতপণ্য এই খাতে সম্পৃক্তদের বহনকারী গাড়ি লকডাউনের আওতামুক্ত।

প্রসঙ্গত, রোববারের করোনা টেস্ট ফলাফল প্রকাশ হওয়ার আগ পর্যন্ত চট্টগ্রাম নগরে ২১ জনসহ বিভিন্ন উপজেলা মিলে ৩৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে দুইজন সীতাকুণ্ডের ও একজন মিরসরাইয়ের বাসিন্দা। উপজেলা পর্যায়ে সাতকানিয়ায় ৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। করোনা ঝুঁকিতে ইতিমধ্যে সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। আর হাটহাজারীই হলো উত্তর চট্টগ্রামের প্রথম লকডাউন করা উপজেলা।

এফএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm