ভোর রাতে চট্টগ্রাম ওয়াসা ভবনে আগুন

চট্টগ্রাম নগরের দামপাড়া ওয়াসা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা বলে প্রাথমিক অবস্থায় ধারণা করছে ফায়ার সার্ভিস সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। তৃতীয় তলা অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত হতো এটি। এখানে বেশ কিছু ফাইলপত্র ও আসবাবপত্র রয়েছে।

খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের তিনটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আলী আকবর বলেন, আগুনে ওই কক্ষের বেশ কিছু কাগজপত্র ও আসবাব সামগ্রী পুড়ে গেছে। ভোর সাড়ে ৪টায় আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এএস/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!