ভোররাতের আগুনে চট্টগ্রামে ৫ দোকান পুড়ে ছাই

চট্টগ্রামের বাকলিয়া থানার বগারবিল এলাকায় পাঁচটি দোকান পুড়ে গেছে অগ্নিকাণ্ডে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি স্ক্র্যাপের দোকানে প্রথমে ধোঁয়া ও আগুন দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই এ আগুন আশপাশে আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।

চন্দনপুরা ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ভোর সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিক জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm