‘ভোট হয়ে গেছে, কেন্দ্রে না যাওয়ার জন্য ভোটারদের বলছে নৌকা প্রার্থীর লোকজন’

আনোয়ারায় সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রার্থী মামুনুর রশিদ আশরাফের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র নাজিম উদ্দিন সুজন। সোমবার (৩ জানুয়ারী) সকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে তার সমর্থক ও সাধারণ ভোটারদের ভয়ভীতি ও হুমকিসহ নানা অভিযোগ আনেন তিনি। তিনি মোটর সাইকেল প্রতীক নিয়ে পরৈকোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র নাজিম উদ্দিন সুজন অভিযোগ করেন, ‘নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে নৌকা প্রার্থীর লোকজনের জন্য আমার ইউনিয়নে একটা এলাকায়ও ব্যানার পোস্টার লাগাতে পারিনি। উপজেলার যে সব ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন হচ্ছে না সেসব এলাকা থেকে লোকজন এনে মহড়া দিচ্ছে তারা দিনরাতে। সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে, ঘরে ঘরে গিয়ে বলছেন ভোট হয়ে গেছে, কেন্দ্রে যেতে হবে না কাউকে।’

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদ আশরাফ আমার বিরুদ্ধে প্রকাশ্যে জনসাধারণের মধ্যে ভয়ভীতি দেখিয়ে হুমকি দিচ্ছেন। কেউ যদি তাকে নির্বাচিত না করে এবং তার বিরুদ্ধে নির্বাচন করে তাহলে তাদের অবস্থা ভয়াবহ হবে বলেও হুমকি দিচ্ছেন। এমনকি তিনি প্রতিটি গ্রামের ওয়ার্ডের সাধারণ জনগণকে প্রকাশ্যে নানা ধরনের হুমকি দিয়ে আসছেন। এমতাবস্থায় সাধারণ জনগণ ভয়ে আছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনী প্রচারণার শুরু থেকেই এ পর্যন্ত কোনো এলাকায় লাগাতে দিচ্ছে না ব্যানার পোস্টার। এসব ঘটনায় প্রতিকার চেয়ে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছি। আমি নির্বাচনী গণসংযোগ পর্যন্ত করতে পারছি না। ইউনিয়নে সাতটি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আমার একটাই আবেদন, পরৈকোড়া ইউনিয়নবাসীর মাঝে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে এনে একটি অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করছি।’

উল্লেখ্য, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আগামী ৫ জানুয়ারি এ ইউনিয়নে ভোট গ্রহণ হবে।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!