ভোট চুরির নির্বাচন স্থগিতের দাবি আবু সুফিয়ানের

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ১৭০ কেন্দ্রই দখল করে নৌকার সমর্থকদের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করেছেন ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান। একই সঙ্গে নির্বাচনের অনিয়ম রোধ করতে ভোট গ্রহণ স্থগিত রাখার দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের কাছে এ দাবি জানান।

আবু সুফিয়ান বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাচন কমিশন ও পুলিশের সহায়তায় নৌকার কর্মীরা একটি প্রহসনের ভোট চুরির নির্বাচন করছে। নির্বাচনের নামে জাতির সাথে তামাশার আয়োজনে জাতি লজ্জিত ও হতাশ। দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে এমনে (এমনিতেই) জাতির আস্থা নেই। এই নির্বাচনের মাধ্যমে এই নির্বাচন কমিশন যে সরকারি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তা প্রমাণিত।’

তিনি আরও বলেন, ‘জনগণ মনে করেছিল একটি উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু জাতি আজকে সকাল থেকে যা দেখলো তা হচ্ছে তামাশার নির্বাচনের জন্য ইসির এতো আয়োজন ছিল সেটা স্পষ্ট। কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্ট বের করে দেওয়া হয়েছে। ৯টার পরও সব কেন্দ্র দখলে নিয়ে নৌকার সমর্থকরা ইভিএমের প্যানেল নিয়ন্ত্রণে নিয়ে নেয়। কেন্দ্রে কেন্দ্রে সাধারণ ভোটারদের যেতে বাধা দেওয়া হয়েছে।’

সুফিয়ান বলেন, ‘আমরা এখনও নির্বাচন কমিশনকে সুযোগ দিতে চাই। নির্বাচন স্থগিত করুক। অন্যথায় আমরা কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে এই তামাশার প্রহসনের নির্বাচন বর্জন করতে বাধ্য হবো। এ পর্যন্ত দুইজন গুরুতরসহ অন্তত ৫০ জন বিএনপির নেতাকর্মী আহত হয়েছে নৌকার সমর্থকদের হাতে।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm