চট্টগ্রাম মহানগরীর চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মোজাহেরুল ইসলাম চৌধুরী। সাধারণ সম্পাদক হয়েছেন শাহেদুল আজম শাকিল।
শনিবার (১৭ সেপ্টেম্বর) কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হন তারা।
জানা গেছে, সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয় চকবাজারের একটি কমিউনিটি সেন্টারে। ভোট গ্রহণ শেষ হয় দুপুর ১২টায়। ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
এতে ৫৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোজাহেরুল ইসলাম চৌধুরী। মোজাহেরুল ইসলাম চৌধুরী সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল হক রঞ্জু পেয়েছেন ৫০ ভোট। একই পদে খালেদ জামাল ১২ ভোট ও মুজিবুর রহমান পেয়েছেন ১ ভোট।
এদিকে সাধারণ সম্পাদক পদে শাহেদুল আজম শাকিল পেয়েছেন ৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট নোমান চৌধুরী পেয়েছেন ৫৩ ভোট।
এর আগে ৮ সেপ্টেম্বর চকবাজার ওয়ার্ড সম্মেলনের প্রথম অধিবেশনে অনুষ্ঠিত হয়। একাধিক প্রার্থিতার ওই দিন সম্মেলন স্থগিত করা হয়। পরে মহানগর আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী আজ (শনিবার) ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
আরএম/এমএফও