ভোটারদের টাকা দিয়ে প্রার্থী বললেন-‘বেয়াগ্গুনে চা-পানি খাই ল’

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্য ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী ভোটারদের টাকা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। একই ইউনিয়নের নৌকা প্রার্থীর সোলায়মান তালুকদার এ বিষয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে ইউনিয়নের ৬নং ও ৯নং ওয়ার্ডের মাঝখানে নয়াহাট এলাকায় প্রচারের সময় এক ব্যক্তির হাতে টাকা দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী।

এ সময় তিনি, ‘বেয়াগ্গুনে চা-পানি খাই ল’ (সবাই চা নাস্তা খেয়ে নেবেন) বলে এক ব্যক্তির হাতে কয়েকটি ৫০০ টাকার নোট তুলে দেন।

নৌকা প্রার্থীর সোলায়মান তালুকদার দাবি করেছেন, নির্বাচনী প্রচারণায় নেমে তিনি ভোটারদের টাকা দিচ্ছিলেন। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। এ বিষয়ে তিনি বুধবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছেন।

জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী জানান, ওই এলাকার আমার নির্বাচনী একটি মিটিং হয়েছে সাধারণ মানুষ নিয়ে। সেখানে চায়ের দোকানদারকে টাকা দেওয়ার জন্য আমার লোককে দিয়ে টাকা পাঠিয়েছি। কোনো ভোটারকে নয়। এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

শিকলবাহা ও চরলক্ষ্যা ইউনিয়নের রিটানিং কর্মকর্তা রকর চাকমা জানান, চরলক্ষ্যার স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একটি অভিযোগ পেয়েছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণিত হলে প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm