ভেজাল চা পাতা ও ঘি কারখানার সন্ধান চকরিয়ায়, জরিমানা ২ লাখ

কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নে ভেজাল ঘি, চা পাতাসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তৈরির কারখানার সন্ধান পেয়েছে প্রশাসন। ওই কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া অপর অভিযানে চার আবাসিক হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন এবং পৌরশহরে এই অভিযান চালানো হয়।

s alam president – mobile

চকরিয়ায় উপজেলা প্রশাসন ও র‌্যাব-১৫ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালিয়েছেন। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান।

অভিযানে আরও সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম।

র‌্যাব-১৫ কক্সবাজারের কোম্পানি সহকারি পরিচালক  লে. কমান্ডার মাহাবুবুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ভেজাল ঘি, ভেজাল চা পাতাসহ নানা ধরনের খাদ্য সামগ্রী তৈরি করছেন। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামানকে সঙ্গে নিয়ে অভিযান চালায়।’

Yakub Group

তিনি বলেন, ‘অভিযানে ভেজাল ঘি, ভেজাল চা পাতাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়। পরে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা এবং খাদ্যসামগ্রীগুলো নষ্ট করা হয়।’

তিনি আরও বলেন, ‘এছাড়া চকরিয়া পৌরশহরের বেশ কয়েকটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকালাপের অভিযোগে অভিযান চালানো হয়। অসামাজিক কার্যকালাপ চালানো এবং লাইসেন্স না থাকায় চার হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ওশান সিলভার নামের একটি আবাসিক হোটেল সিলগালা করে দেওয়া হয়।’

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান বলেন, ‘ভেজাল খাদ্যসামগ্রী তৈরি এবং আবাসিক হোটেলে অসামাজিক কার্যকালাপ চালানোর অভিযোগে অভিযান চালানো হয়। এই সময় ভেজাল খাদ্যসামগ্রী তৈরির অপরাধে ২ লাখ টাকা এবং হোটেলে অসামাজিক কার্যকালাপ এবং লাইসেন্স না থাকায় চারটি হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরেকটি হোটেলকে সিলগালা করে দেওয়া হয়েছে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!