ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ, চট্টগ্রামের ৩ সার্ভেয়ার কারাগারে

চট্টগ্রামে ভূমি অধিগ্রহণে এক কোটি ১৩ লাখ ১৪ হাজার ২৭৩ টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের মামলায় তিন সার্ভেয়ারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালত এই আদেশ দেন।

সাজাপ্রাপ্ত তিন সার্ভেয়ার হলেন চট্টগ্রাম এলএ শাখার সার্ভেয়ার মো. মজিবুর রহমান (৪০), মো. আমানাতুল মাওলা (৩৬) ও রাঙ্গুনিয়া ভূমি অফিসের সার্ভেয়ার আশীষ চৌধুরী (৫০)।

s alam president – mobile

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ বলেন, ‘আসামিরা হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন। হাইকোর্ট তাদের জামিন না দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন। সোমবার তারা আত্মসমর্পণ করেছেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।’

আদালত সূত্র জানা গেছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আউটার রিং রোড প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসনের মাধ্যমে ভূমি অধিগ্রহণ করে। এর মধ্যে উত্তর পতেঙ্গা এলাকায় বিএস ৩০০৭ দাগের মোট শূন্য দশমিক ২৩ শতাংশ জমি অধিগ্রহণ করে। এই অধিগ্রহণের এক কোটি ১৩ লাখ ১৪ হাজার ২৭৩ টাকা দুই পয়সা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেন অভিযুক্তরা। পরে এই বিষয়ে মামলা দায়ের করেন চট্টগ্রাম দুদকের সহকারী পরিচালক জাফর আহমদ।

মামলাটির তদন্ত শেষে ২০২২ সালের ৩১ জুলাই চট্টগ্রাম দুদকের উপ-পরিচালক আবুল কালাম আজাদ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এতে ১৫ আসামিকে অব্যাহতির আবেদন জানানো হয়। কিন্তু আদালত তদন্ত কর্মকর্তার রিপোর্ট আমলে না নিয়ে ১৫ আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।

Yakub Group

মামলায় ছয়জন উচ্চ আদালতের আদেশে জামিনে রয়েছেন। সোমবার তিনজন আত্মসমর্পণ করেন। আদালত তাদের কারাগারে পাঠান। এছাড়া মামলার বাকি আসামিরা পলাতক রয়েছেন।

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!