ভূমি অধিগ্রহণের অনিয়ম তদন্ত করতে মন্ত্রী জাবেদের নির্দেশ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, কক্সবাজারে ভূমি অধিগ্রহণ নিয়ে অভিযোগের শেষ নেই। আমার কাছে সব তথ্য আছে, এখানকার জমির মালিকেরা টাকা না পেয়ে নিঃস্ব হয়ে গেছে। আর এসব অভিযোগ ও অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ আইন-শৃঙ্খলাবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও এলওদের এ নির্দেশ দেন ভূমিমন্ত্রী।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, জাফর আলম এমপি, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও পৌরমেয়র মুজিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm