ভীমরুলের এক কামড়েই শিশুর মৃত্যু

0

ভীমরুলের এক কামড়েই মোহাম্মদ হাসান নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া শিশু হাসান চকরিয়া পৌরসভার হালাকাকারা মৌলভীরচর এলাকার আলী আকবরের ছেলে ও চিরিঙ্গা এমদাদিয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার ছাত্র ছিল।

s alam president – mobile

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে চারটার দিকে মাদ্রাসা মাঠে খেলা করছিল হাসান। এ সময় একটি ভীমরুল তাকে কামড় দেয়। পরে তার চিৎকার-চেঁচামেচি দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মারা যায় হাসান।

চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম ভীমরুলের কামড়ে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানাজা নামাজ শেষে তাতে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!