ভিডিওচিত্রে গুজব ছড়ানো : ফটিকছড়ির আলমগীর তিন দিনের রিমান্ডে

ভিডিওচিত্রে দেখানো আঞ্চলিক গানে গুজব ছড়ানোর অপরাধে গ্রেপ্তার হওয়া আলমগীর বিন কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার (রিমান্ড) অনুমতি পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে গ্রেপ্তার আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। চট্টগ্রামের জ্যৈষ্ঠ বিচারিক হাকিম সুস্মিতা আহমেদ শুনানি শেষে আলমগীরের জামিন আবেদন নাকচ করেন। এ সময় আদালত পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য তার তিনদিনের রিমান্ড মন্জুর করেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক বিজন কুমার বড়ুয়া বলেন, গুজব ছড়িয়ে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আলমগীর গান গেয়ে তা ছড়িয়ে দেন। এর নেপথ্যে কে বা কারা আছেন, তাদের শনাক্ত করা প্রয়োজন। আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, বুধবার (৩১ জুলাই) দিবাগত রাত বারোটার দিকে ফটিকছড়ির নাজিরহাট বাজারের হাসপাতাল রোডের বদিউল আলমের বহুতল ভবনের নিচতলায় অভিযান চালিয়ে ওই গানের ভিডিওচিত্রের মূল ভোকাল আলমগীর বিন কবিরকে গ্রেপ্তার করা হয়। তিনি ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়ন পরিষদের চাড়ালিয়াহাট এলাকার কবির আহমদের ছেলে।

এইচটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!