ভালোবাসা দিবসে ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল লা মেনসায়

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে অবস্থিত নগরীর অন্যতম অভিজাত ‘লা মেনসা’ রেস্টুরেন্টে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় লা মেনসা রেস্টুরেন্টে এক জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজিব রঞ্জন।

এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন লা মেনসা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. আক্কাস উদ্দিন।

লা-মেনসা রেস্টুরেন্টের ম্যানেজিং ডিরেক্টর মো. আক্কাস উদ্দিন জানান, মঙ্গলবার বিশ্ব ভালোবাসা দিবস তথা ভ্যালেন্টাইন ডে। আমরা প্রতিটি বিশেষ দিনকে স্মরণীয় করে রাখতে নানা আয়োজন করে থাকি। আজ ভালোবাসা দিবসের এই দিনটি আরো রঙিন ও আকর্ষণীয় করে তুলতে ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল ও ভ্যালেন্টাইন ডে’র স্পেশাল আয়োজন করেছি।

তিনি আরও জানান, নিয়মিত অতিথির পাশাপাশি আজ ভ্যালেন্টাইন ডে উপলক্ষে অনেক অতিথির সমাগম হয়েছে। অতিথিদের জন্য আয়োজন করা হয়েছে ভ্যালেন্টাইন ডের বিশেষ সঙ্গীত সন্ধ্যা ও সেলফি জোন। সবমিলিয়ে আমাদের আজকের আয়োজন ছিল চোখে পড়ার মত।

ডা. রাজিব রঞ্জন ভালোবাসা দিবসে এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এখানে এসে আমার অনেক ভালো লেগেছে। লা মেনসা রেস্টুরেন্টে পরিবেশিত ইন্ডিয়ান ট্রেডিশনাল খাবারগুলোর মান ও পরিবেশ সত্যি অসাধারণ। আমি চমৎকার উপভোগ করেছি।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm