s alam cement
আক্রান্ত
১০২৩১৪
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৮

ভারত সীমান্তে পাওয়া সাম্বার হরিণের বাচ্চা গেল বঙ্গবন্ধু সাফারি পার্কে

0

রাঙামাটি জুরাছড়ির ভারত সীমান্তবর্তী বারুদখোলা গ্রাম থেকে সাম্বার হরিণের বাচ্চা উদ্ধার করেছে বনবিভাগ।

সোমবার (১০ মে) পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগের বিভাগীয় কর্মকর্তা রফিকুজ্জমান শাহ খবর পেয়ে শুভলং সহকারী বনসংরক্ষক গঙ্গাপ্রসাদ চাকমা ও তোহিদুল রহমান লিটন স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় সাম্বার হরিণের বাচ্চাটি উদ্ধার করে রাঙামাটি নিয়ে আসে। পরে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগের বিভাগীয় কর্মকর্তা রফিকুজ্জমান শাহ প্রতিবেদককে মুঠোফোনে বলেন, জুরাছড়ি দুর্গম ভারত সীমান্তবর্তী বারুদখোলা গ্রাম থেকে সাম্বার হরিণের বাচ্চাটি উদ্ধার করা হয়েছে। বাচ্ছাটি যেহেতু ছোট দুধ খাওয়ানোসহ সুস্থ করার বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়েছে। সুস্থ হওয়ার পর কর্তৃপক্ষের নির্দেশে অবমুক্ত করা হবে।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm