ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় চট্টগ্রামের সাংবাদিক প্রণব কান্তি বড়ুয়া অর্ণব (৫৩) ও তার শ্বশুর সুকুমার বড়ুয়াকে (৭৪) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে ভারতে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
আটক হওয়া সুকুমার বড়ুয়া চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সুকুমারের জামাতা প্রণব কান্তি বড়ুয়া ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বদেশের সাংবাদিক।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় সুকুমার বড়ুয়া ও তার মেয়ের জামাই প্রবণ কান্তি বড়ুয়া আটক করে ইমিগ্রেশন পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য থাকায় তাদের আটক করা হয় বলে জানা গেছে। বিকেল পাঁচটার দিকে তাদের আখাউড়া থানায় হস্তান্তর করে চেকপোস্টের সদস্যরা।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর খায়রুল আলম তাদের আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইমিগ্রেশন পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে তাদের উভয়ের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত হতে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মুঠোফোন একাধিকবার যোগাযোগ করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।