ভারতে হাতির দাঁত পাচার করতে গিয়ে চান্দগাঁওয়ে ধরা ৩ জন

ভারতের পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে হাতির দাঁত সংরক্ষণ করে চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে র‌্যাবের হাতে আটক হয়েছেন ৩ জন। এ সময় তাদের কাছ থেকে ২৫ লাখ টাকা মূল্যের হাতির দাঁত উদ্ধার করা হয়েছে।

গত শুক্রবার (৬ আগস্ট) র‌্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে তাদেরকে চান্দগাঁও থানার মোহরা থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হচ্ছেন, খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার সুইচিং মার্মা (৩৩), একই এলাকার মো. হাফিজুর খান (৪৩) এবং রাঙামাটি জেলার বাগাইছড়ি থানার পুরাতন মারিশ্যা গ্রামের মো. খোরশেদ আলম (৩৫)।

র‌্যাব জানায়, ভারতে পাচারের উদ্দেশ্যে এসব দাঁত অবৈধভাবে সংরক্ষণ করছিল। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জানান, ‘চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে শপিং ব্যাগের ভেতরে লুকিয়ে রাখা একটি হাতির দাঁতসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিরা দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী হাতির দাঁত বিদেশে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করত।’

তিনি আরও জানান, ‘উদ্ধারকৃত বন্যহাতির দাঁতের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। গ্রেপ্তারকৃত তিনজনকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

মুআ/কেএস/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm