ভাড়ায় রোহিঙ্গা নেওয়া হচ্ছিল যুবলীগের সম্মেলনে, ২৭ জন আটক উখিয়ায়

কক্সবাজারের উখিয়ায় উপজেলা যুবলীগের সম্মেলনে যাওয়ার পথে মিনিট্রাক ভর্তি ২৭ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

আটকরা উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা, তারা ক্যাম্পের নিরাপত্তা বেস্টনি ফাঁকি দিয়ে অর্থের বিনিময়ে এক প্রার্থীর পক্ষে উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে যুবলীগের সম্মেলনে অংশ নিতে এসেছিলেন।

রোববার (১২ মার্চ) সকাল ১১টার দিকে উখিয়া সদরের ফরেস্ট রোড থেকে তাদের আটক করা হয়।

s alam president – mobile

আটক হওয়া রোহিঙ্গা যুবক মোহাম্মদ হাশিম (২২) বলেন, ‘টাকা দেওয়ার কথা বলে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। আমরা জানতাম না কেন আমাদের আনা হলো। পরে শুনেছি এক বড় ভাইয়ের মিছিলে যেতে তারা আমাদের এনেছে।’

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ক্যাম্প থেকে বেরিয়ে পড়া রোহিঙ্গাদের একটি গাড়ি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

পরবর্তী আইনি ব্যবস্থায় তাদের কুতুপালং ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Yakub Group

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm