সরকারের ‘হত দরিদ্রদের জন্য কর্মসৃজন’ প্রকল্পের আওতায় সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নে ইমামনগর গ্রাম (৮নম্বর ওয়ার্ড) ‘নজর মোহাম্মদ তালুকদার বাড়ির’ বড় পূকুর পুনঃ খনন কাজের উদ্বোধন হয়েছে। বুধবার (১ মে) ভাটিয়ারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছোয়াখালী ঘাট ঘর রোড় সংলগ্ন পুকুর পূনঃখনন কাজের উদ্বোধন করেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমগীর মাসুম, চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস ড. মাওলানা কামাল উদ্দিন আল আজহারী, কফিল উদ্দিন, যুবলীগ নেতা মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ মনির, আলহাজ্ব মো. সোলাইমান, আলহাজ্ব মো. জানে আলম প্রমুখ।
উল্লেখ্য, এ খনন কাজ সম্পন্ন হলে প্রকল্পের আওতায় এলাকার দুই হাজার পরিবার সুপেয় পানি সুবিধা পাবে।