ভাই খুনের বিচার চেয়ে হামলার শিকার রামপুরের এক পরিবার, একদিনেই দুবার

কাউন্সিলর লিটনের দাবি, মার খেয়েছে তার লোকই

দুই দফা হামলার শিকার হয়েও হামলাকারীদের হত্যার হুমকিতে নিরাপত্তাহীনতায় চিকিৎসা নিতে পারেনি নগরীর হালিশহর থানার রামপুর বড়পুকুর পাড় এলাকার একটি ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, হামলায় দুই পুরুষের সাথে আহত হয়েছেন তিন নারীও।

অভিযোগ থেকে জানা গেছে, সোমবার (৩ এপ্রিল) বিকেল ৪টা এবং সন্ধ্যা ৭টায় দুই দফা হামলা চালায় ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সবুর লিটনের ছোট ভাই খোকন ও তার সাঙ্গপাঙ্গরা।

হামলার শিকার বাবুল জানান, ‘গত বছর চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সাবেক কাউন্সিলর এরশাদ উল্লাহর পক্ষে কাজ করায় বর্তমান কাউন্সিলর লিটনের ভাইসহ সন্ত্রাসীদের হাতে তার ভাই জামাল নিহত হওয়ার ঘটনায় তারা থানায় মামলা দায়ের করেন। সেই হত্যামামলাটি প্রত্যাহারে লিটন ও তার ভাই তাদের ওপর অব্যাহতভাবে চাপ প্রয়োগ করে আসছে। কিন্তু তারা ভাই হত্যার বিচারের অপেক্ষায়।’

তিনি আরও বলেন, ‘বারবার চাপ দেওয়ার পরও তারা মামলা তুলে না নেওয়ায় সোমবার (৩ মে) বিকেলে একবার হামলা করে লিটনের ভাই। ইফতারের পর সন্ধ্যা ৭টায় আবার হামলা করে। হামলায় তার বোন, ভাগনি, মাসহ ৫ জন আহত হন। কিন্তু চারপাশে লিটনের লোকজন ঘিরে রাখায় তারা চিকিৎসা নিতে হাসপাতালে যেতে পারেননি।’

রাত ১২টায় হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি স্পটে আছি। বিষয়টা আমি দেখতেছি।’

স্থানীয়রা জানান, গত বছর চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সাবেক কাউন্সিলর এরশাদ উল্লাহর পক্ষে কাজ করায় সন্ত্রাসীদের হাতে জামাল হত্যার রেশ ধরে বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র লিটন ও তার লোকজন বাবুলদের ওপর ক্ষিপ্ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ মে) এলাকায় ভ্যান গাড়িতে সবজি বিক্রি করার সময় লিটনের লোকজন বাধা দেয়। সবজি বিক্রেতাদের ওপর হামলা চালালে তারাও সবজি কাটার ছুরি ও লাঠি নিয়ে হামলাকারীদের ধাওয়া দেয়। আবার রিক্সা গ্যারেজে লুডু খেলা সময় তাদেরকেও মারতে যায়। লুডু খেলাকে কাউন্সিলর ও তার লোকজন ‘জুয়ার বোর্ড’ বলে প্রচার করছে।

তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়ে কাউন্সিলর আব্দুস সবুর লিটন বলেন, ‘এলাকায় জুয়ার বোর্ড বসে। বিকেল থেকে রাস্তায় ভ্যান বসিয়ে চলাচল বন্ধ করে দেয়। তাই আমি করপোরেশনের লোকসহ কয়েকটা ছোট ভাইকে পাঠিয়েছি। বাবুল-কামালরা আমার লোকের ওপর হামলা করেছে।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!