ভাইরাল অডিও নিয়ে ভিডিও প্রতিবাদ শারুনের

চট্টগ্রাম আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা মহাসচিব ও নগর আওয়ামী লীগ নেতা দিদারুল আলম চৌধুরী সঙ্গে মোবাইল কথোপকথন নিয়ে চট্টগ্রাম প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন পটিয়ার সাংসদ ও হুইপ শামসুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুন।

YouTube video

প্রতিবাদলিপিতে তিনি বলেন, ‘আমার বাবার দীর্ঘদিনের হিংসুটে শত্রু দিদারুল আলম সাহেব এবং আমার কথোপকথনের একটি এডিটেড অডিও ফেসবুক ও বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চলছে। গত সপ্তাহে তিনি (দিদারুল আলম) আমাকে হঠাৎ ফোন করেন এবং আমি ভদ্র ও ভালভাবেই কথা বলছিলাম। কিন্তু হঠাৎ তিনি আমার পিতা ও আমার পরিবার নিয়ে নোংরা কথা বলেন যার প্রেক্ষিতে আমি রাগান্বিত মন্তব্য করি।’

নাজমুল করিম চৌধুরী শারুন দাবি করেছেন, ‘তিনি (দিদারুল আলম) তার উস্কানিমূলক অশ্লীল কথাগুলো কেটে ফেলে দিয়ে বিভিন্ন অংশ জোড়া লাগিয়ে শুধুমাত্র আমার রাগন্বিত বক্তব্যগুলো প্রচার করে আমাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছেন। নোংরা মনমানসিকতার লোকেরাই পরিকল্পনা করে ফোন দিয়ে রেকর্ড করে এডিট করে অপপ্রচার করেন। যাই হোক অতীতেও তিনি সফল হননি এবারও হবেন না। রাজনৈতিক হিংসুক এসব লোকদের আল্লাহ হেদায়েত দান করুন।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm