ভাইকে বাঁচাতে গিয়ে ডুবল বোনও

কক্সবাজারের পেকুয়ায় পুকুর থেকে তুলে ভাইকে বাঁচাতে গিয়ে ডুবে মারা গেল বোনও। রাজাখালীর মাঝির পাড়া এলাকায় বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টার দিকে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

ভাইবোন দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

নিহত শিশুরা হল পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের মাঝির পাড়া এলাকার বাসিন্দা প্রবাসী আজম খানের ছেলে মুনতাহি (৬) ও পেকুয়া বাজারের ব্যবসায়ী কমিরদাদ মিয়ার কন্যা কুলসুমা আকতার (৭)। নিহতেরা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাইবোন।

পেকুয়া সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক মুজিবুর রহমান বলেন, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসলেও তার আগেই মারা যায় তারা।

পরিবারের সদস্যরা ধারণা করছেন বাড়িতে সবাই ঘুমিয়ে থাকার সময়ে মুনতাহা খেলতে বাইরে গিয়ে হয়তো পুকুরের পানিতে পড়ে যায়। পানিতে মুনতাহাকে ভাসতে দেখে কুলসুমাও তাকে বাচাঁতে পানিতে নামে। ওখানে দুজনেরই মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ বাদশা বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এছাড়াও বিষয়টি পুলিশকে জানিয়েছি। তারা লাশ দাফন করতে অনুমতি দিয়েছে।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm