কক্সবাজার সদরের বাংলাবাজার মৌলভীপাড়া স্লুইচগেট এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. সুলতান আহমদ নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সুলতান আহমদ ঝিলংজা ইউনিয়নের চাঁন্দেরপাড়ার মোহাম্মদ নবীর ছেলে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে স্লুইচগেট এলাকার আব্দুল মজিদের নির্মাণাধীন চারতলা ভবনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেল তিনটার দিকে সুলতান আহমদ ওই ভবনে কাজ করার সময় চার তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান বলেন, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএইচ