বয়ার সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেল লাইটার জাহাজ

চট্টগ্রাম সমুদ্র বন্দর সদরঘাট ও কর্ণফুলি ঘাটের মাঝে ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা লেগে লাইটারেজ জাহাজ এমভি বর্ণীয় প্রিন্স-২ ডুবে গেছে।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, লাইটারেজ জাহাজটি আবুল খায়ের কোম্পানির স্ক্র্যাপ মালামাল নিয়ে বহির্নোঙ্গর হতে আসার সময় বয়ার সঙ্গে ধাক্কা লাগে। জাহাজের নাবিকরা কেউ নিখোঁজ বা হতাহত নেই। সকাল থেকে জাহাজটি উদ্ধার কার্যক্রমের চেষ্টা চলছে।

বন্দরের এক কর্মকর্তা জানান, বহির্নোঙ্গর থেকে মাল বোঝাই করে লাইটার জাহাজটি আসছিল। নাবিকের অসাবধানতায় এ দুর্ঘটনা ঘটেছে। এ লাইটারেজ জাহাজ ডুবিতে চট্টগ্রাম সমুদ্র বন্দরের চ্যানেল বন্ধ হয়নি। জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

এএস/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm