বড় দুর্ঘটনা থেকে বাঁচলো চট্টগ্রামের মহানগর এক্সপ্রেস, রেললাইনের ওপর বিকল ট্রাক্টর

বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন। মূলত ট্রেনচালকের দক্ষতার কারণেই বড় দুর্ঘটনা থেকে বাঁচলো ট্রেনটি।

বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ী এলাকায় পৌঁছানোর ঠিক আগে লেভেল ক্রসিংয়ে একটি ইটবোঝাই ট্রাক্টর বিকল হলে দুর্ঘটনার এই পরিস্থিতি সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, কসবা-ইমামবাড়ী সেকশনে একটি অবৈধ লেভেল ক্রসিং অতিক্রম করার সময় একটি ইটবোঝাই ট্রাক্টর রেললাইনে আটকে যায়। সে সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনটি ইমামবাড়ী এলাকা অতিক্রম করছিল।

ওই ট্রেনের চালক (লোকোমাস্টার) এসএম আবুল হাশেম ও সহকারী চালক চন্দ্রশেখর দেববর্মন দূর থেকে ইটবোঝাই ট্রাক্টরটিকে দেখতে পান। মুহূর্তেই তারা দ্রুতগতিসম্পন্ন ট্রেনটির গতি নিয়ন্ত্রণে আনেন। এতে ট্রেনটি দুর্ঘটনা থেকে রক্ষা পায়।

ট্রেনযাত্রীরা জানান, চালকরা চেষ্টা না করলে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়তো। লাইনচ্যূত হয়ে যাত্রীদেরও হতাহত হওয়ার আশঙ্কা ছিল।

দ্রুত ট্রেনটির গতি নিয়ন্ত্রণে আনায় যাত্রীরা দুই চালককে ধন্যবাদ জানান তারা।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm