বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দপ্তরির

চট্টগ্রামের সাতকানিয়ায় বড়শি দিয়ে পুকুরে মাছ ধরতে গিয়ে এসএম রেজাউল করিম নামের ৫৩ বছর বয়সী এক দপ্তরির মৃত্যু হয়েছে। তিনি সাতকানিয়া সরকারি কলেজের অফিস সহকারী। তার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার পানছড়ি গ্রামে।

বুধবার (১৫ জুলাই) বিকাল ৪টার দিকে সাতকানিয়া সরকারি কলেজের পুকুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার বিকেলে কলেজের পুকুরে অফিস সহকারী রেজাউল করিম বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এক পর্যায়ে রেজাউলের হাত থেকে বড়শির চিপটি মাছ লেগে টানতে থাকে। এক পর্যায়ে মাছ বড়শির চিপটি টেনে পুকুরের মাঝখানে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে রেজাউল বড়শি উদ্ধার করতে পুকুরে ঝাঁপ দিলে তিনি পানিতে তলিয়ে যান। পরে বিষয়টি কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা দ্রুত সাতকানিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে পুকুর থেকে রেজাউলকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার এএসআই মো. মোবারক বলেন, বড়শির টানে পুকুরে পড়ে গিয়ে সাতকানিয়া কলেজের এক দপ্তরি মারা গেছেন। মূলত পানিতে ডুবে মারা যান তিনি।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!