‘ব্র্যান্ড নিউ’ ২৪ কোচ যুক্ত হচ্ছে আন্তঃনগর ট্রেনে

রেলওয়ে পূর্বাঞ্চল

রেলওয়ে পূর্বাঞ্চলে যুক্ত হচ্ছে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ২৪টি নতুন কোচ। এসব কোচের মধ্যে ১২টির ট্রায়াল রানও শেষ করা হয়েছে। সবমিলিয়ে ১২টি বগি ইতিমধ্যে তৈরি। বাকি ১২টির ট্রায়াল রান কয়েকদিনের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সবকিছু ঠিক থাকলে আগামী রোববার থেকে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া কয়েকটি আন্তঃনগর ট্রেনে যুক্ত করা হবে এসব কোচ।

রোববার (৬ সেপ্টেম্বর) ১২টি কোচের ট্রায়াল রান শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে ওয়ার্কশপ ক্যারেজ শাখার তত্ত্বাবধায়ক রাশেদ লতিফ।

দীর্ঘদিন ধরে রেলওয়ে পূর্বাঞ্চলের যাত্রীদের পুরাতন কোচ দিয়ে ঢাকা, সিলেট, চাঁদপুর যাতায়াত করতে হচ্ছে। এ নিয়ে যাত্রীদের অভিযোগেরও শেষ নেই। বিষয়টি মাথায় রেখে রেলওয়ে ইতোমধ্যে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে রেলওয়ে পূর্বাঞ্চলে যুক্ত হচ্ছে ২৪টি নতুন কোচ।

ভ্রমণ আরামদায়ক করতে আন্তঃনগর ট্রেনে রোববার ১২টি কোচ এবং চলতি সপ্তাহে আরও ১২টি কোচ যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) এফএম মহিউদ্দিন।

জেএস/এএইচ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm