ব্যাটারি চালিত রিক্সা উল্টে সবজি ব্যবসায়ী নিহত

কক্সবাজারের চকরিয়ায় ব্যাটারি চালিত রিক্সা উল্টে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকাল ১১টায় ফাঁসিয়াখালী-লামা সড়কের হাঁসেরদিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহেদুল করিম (২৬) ডুলাহাজারা ইউনিয়নের উত্তর পাড়ার মমতাজ আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সকালে লামার কুমারী বাজার থেকে সবজি নিয়ে হাঁসেরদিঘি এলাকায় যাওয়ার পথে সাহেদুলের রিক্সাটি উল্টে যায়। এ সময় সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নওফেল বিন আলম বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত রিক্সাটিও জব্দ করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm