চট্টগ্রামে দীর্ঘদিন ধরে পলাতক ছয় মামলায় সাজাপ্রাপ্ত দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন কমিশনার গলির ওয়াসিল চৌধুরী পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দম্পতি হলেন, কমিশনার গলির ওয়াসিল চৌধুরী পাড়া এলাকা শিবুপদ সিকদার ও তার স্ত্রী আন্না সিকদার।
কোতোয়ালি থানা পুলিশ সূত্র জানায়, এই দম্পতি বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করে আত্মগোপনে চলে যায়। ব্যাংক কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আদালতে মামলা করে।
আদালত মামলার শুনানী শেষে ২০২২ সালে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। আরও দুই মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
আরএম/এমএফও