s alam cement
আক্রান্ত
৪৫৭০৮
সুস্থ
৩৪৯৫২
মৃত্যু
৪৩৭

ব্যস্ত সড়কে ২ বছর ধরে পড়ে আছে ক্রেন, ম্যাক্স কর্পোরেশনের কাণ্ড

0

চট্টগ্রাম নগরের মুরাদপুরের মোহাম্মদপুর এলাকায় ফ্লাইওভারে গার্ডার ওঠানামার কাজে ব্যবহৃত ক্রেন কাজ শেষ হওয়ার দুই বছর পরেও সড়কের উপর পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে পড়ে থাকা ক্রেনের কারণে সড়কে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে গিয়ে দেখা যায়, মোহাম্মদপুর এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভারের মুখে ম্যাক্স কর্পোরেশনের ক্রেনটি পড়ে আছে। ফ্লাইওভারে গার্ডার ওঠানামার কাজে ব্যবহৃত বিশাল আকৃতির ক্রেনটি দীর্ঘ দুই বছর ধরে সড়কের উপর পড়ে থাকায় ঘটছে ছোটবড় দুর্ঘটনা। সম্প্রতি স্টুডেন্ট কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা ক্রেনটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক এস এম মোস্তাক আহমেদের নজরে আনলে তিনি বিষয়টি দেখবেন বলে জানা যায়। বিষয়টি ম্যাক্স কর্পোরেশন কতৃপক্ষকে জানানোর পর দ্রুত সরিয়ে নেবেন বলে জানান।

এ ব্যাপারে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিংয়ের সমন্বয়ক মিনহাজ চৌধুরী বলেন, ২ বছর ধরে সড়কের উপর ক্রেনটি পড়ে থাকায় প্রায় দুর্ঘটনা ঘটে। আমরা বিষয়টি অতিরিক্ত পুলিশ কমিশনারের নজরে আনলে তিনি তা দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে জানতে ম্যাক্স কর্পোরেশনের কর্মকর্তা আজিজুর রহমান বাদল রেগে গিয়ে বলেন, আপনাকে এ বিষয়ে কে বলল? আমরা ক্রেনটি সরিয়ে নেব!

সিএম/এসএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm