ব্যবসায়ীর বাড়ি থেকে আড়াই হাজার লিটার সয়াবিন তেল জব্দ চট্টগ্রামে

চট্টগ্রাম ফটিকছড়ির ভূজপুর থানার বাগান বাজার ইউনিয়নে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

পরে ওই ব্যবসায়ীকে অবৈধভাবে তেল মজুত করার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (৭ মে) গোপন তথ্যের ভিত্তিতে ব্যবসায়ী আক্তার হোসেনের বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আলমগীর।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) এস এম আলমগীর বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। ভোগ্যপণ্য নিয়ন্ত্রণ আইন অনুসারে ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মজুদকৃত তেল চব্বিশ ঘণ্টার মধ্যে খোলা বাজারে বিক্রি করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।’

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!