ব্যবসায়ীর ঘরে ডাকাত দলের হানা

কক্সবাজারের চকরিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ঘরের ভেন্টিলেটর ভেঙ্গে ঘরে ঢুকে ৩ ভরি স্বর্ণাংলকার ও নগদ ৩ লাখ টাকা নিয়ে গেছে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি।

রোববার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে চকরিয়া উপজেলার পূর্ব ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডলনীঘোনা এলাকার মো. মাহাবুবের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।

ডাকাতির শিকার বাড়ির মালিক চিংড়িঘের ব্যবসায়ী মো. মাহাবুব বলেন, রোববার রাত ২টার দিকে ১৫—১৬ জনের সশস্ত্র ডাকাত আমার বাড়িতে হানা দেয়। কয়েকজন ডাকাত পাকা ঘরের ভেন্টিলেটর ভেঙ্গে প্রবেশ করে তারা অস্ত্রের মুখে পরিবার সদস্যদের জিম্মি করে আলমিরা ভেঙ্গে তিন ভরি স্বর্ণালঙ্কার, নগদ তিল লাখ টাকাসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায়।

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল বলেন, আমার ইউনিয়নে দীর্ঘদিন পর ডাকাতির ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাতদল নগদ তিন লাখ ও তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে গৃহকর্তা জানিয়েছে। ঘটনাটি পুলিশকে অবহিত করেছি।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ঘটনা শোনার পর এএসপি সার্কেল (চকরিয়া—পেকুয়া) তফিকুল আলমসহ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি ডাকাতি হিসেবে প্রতীয়মান হয়েছে। তবে এখনও মামলা হয়নি।

চকরিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) তফিকুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে ডাকাতদের গ্রেপ্তার করতে চকরিয়া থানা পুলিশকে নির্দেশনা দিয়েছি।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!