বোয়ালখালীর জনগণ বহিরাগত কাউকে মেনে নিবে না

মনোনয়নপত্র জমা দিতে এসে মোছলেম উদ্দিন

চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ। এসময় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১১টায় চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামানের কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি।

এসময় তার সাথে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংরক্ষিত সাংসদ ওয়াসিকা আয়েশা খান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, হাসান মাহমুদ হাসনী, সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বোয়ালখালীর জনগণ বহিরাগত কাউকে মেনে নিবে না 1

মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের দেয়া এক প্রতিক্রিয়ায় মোছলেম উদ্দিন আহমদ বলেন, দীর্ঘদিন ধরে বোয়ালখালীর আওয়ামী লীগ নেতাকর্মীরা দলীয় কাউকে এমপি হিসেবে পায়নি। প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেয়ায় নেতাকর্মীরা খুব উচ্ছ্বাসিত। বোয়ালখালীর মানুষ বহিরাগত কাউকে মেনে নিবে না।

এর আগে সকাল ১১টার দিকে শতাধিক কর্মী সমর্থক নিয়ে এমএ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে হেঁটে নির্বাচন কমিশনে আসেন মোছলেম উদ্দিন আহমদ। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

এআরটি/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!