বোয়ালখালীর করোনা রোগীকে চিকিৎসা দেওয়ায় পটিয়ায় হাসপাতাল বন্ধ!

চট্টগ্রামের বোয়ালখালীর করোনা রোগীকে চিকিৎসাসেবা দেওয়ায় পটিয়া সেন্ট্রাল হাসপাতাল ৭ দিন বন্ধ রাখার নির্দেশ নিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৫ এপ্রিল) রাতে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেন পটিয়া উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বোয়ালখালীতে করোনা আক্রান্ত রোগী গত ১১ এপ্রিল পটিয়া সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাসেবা নেওয়ায় করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সিভিল সার্জনের পরামর্শক্রমে হাসপাতালটি আগামী ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এছাড়া হাসপাতালে সকাল-বিকাল জীবাণুমুক্ত করা এবং আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মচারীরাসহ ৯ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm