বোয়ালখালীতে ৫ দিন ধরে খোঁজ নেই ব্যবসায়ীর

0

চট্টগ্রামের বোয়ালখালীতে ৫ দিন ধরে খোঁজ মিলছে না মো. এরশাদ (৩৮) নামের এক ব্যবসায়ীর। ৫ দিন ধরে তাকে না পাওয়ায় পরিবারে বাড়ছে উৎকণ্ঠা। নিখোঁজ এরশাদ উপজেলার পূর্ব খিতাপচর গ্রামের আদুখাঁ বাড়ির মো. ইছহাকের ছেলে।

এরশাদের স্ত্রী এ্যানি আকতার বলেন, ‘গত ১ মার্চ রোববার সকালে ডাক্তার দেখানোর কথা বলে চট্টগ্রামের উদ্দেশ্যে বাড়ি থেকে বের আমার স্বামী। কিন্তু দুপুরের পর থেকে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। রাতে তিনি বাড়ি না ফেরায় বিষয়টি আত্মীয়-স্বজনকে জানানো হয়। পরে ৩/৪ দিন ধরে অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পেয়ে আমরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছি।’

এ নিয়ে বৃহস্পতিবার সকালে এরশাদের স্ত্রী এ্যানী আকতার বাদী হয়ে বোয়ালখালী থানায় একটি জিডি করেছেন।

s alam president – mobile

জানা গেছে, এরশাদ দুই সন্তানের জনক এবং উপজেলার বেঙ্গুরা বাজারে মুরগীর ব্যবসা করতেন।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘নিখোঁজের পরিবারের পক্ষ থেকে একটি জিডি দায়ের করা হয়েছে। তাকে খোঁজতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।’

এএইচ

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!