বোয়ালখালীতে ভোটার ও সীমানা জটিলতা নিয়ে রিট করায় হামলা

বোয়ালখালীতে ভোটার ও সীমানা সংক্রান্ত শুনানীতে অংশ নিতে এসে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন মো. মহসিন নামের এক ব্যক্তি।

বুধবার (৮মে) উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে বের হওয়ার পর এ হামলার ঘটনা ঘটে। আহত মহসিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, পশ্চিম গোমদন্ডী ৮নং ওয়ার্ডের মো. মহসিন তার এলাকার ভোটার ও সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে মহামান্য হাইকোর্টে রীট পিটিশন দাখিল করেন। ২৪ এপ্রিল বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. সরোয়ার্দ্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ সংশ্লিষ্ট দপ্তরকে তদন্ত করে রিপোর্ট দেয়ার নির্দেশ দেন।

আহত মহসিন জানান, স্থানীয় নির্বাচন অফিসারের নির্দেশে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত শুনানী শেষে ফেরার পথে কতিপয় যুবক তার গতিরোধ করে। রিট করার কারণ ও কার নির্দেশে রিট করেছি এসব প্রশ্ন করে সাথে থাকা কাগজপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে তারা আমাকে মারধর করে আহত অবস্থায় ফেলে চলে যায়। আমার চিৎকার শুনে এলাকাবাসী হাসপাতালে নিয়ে যায়।

ঘটনাটি লিখিতভাবে উপজেলা নির্বাচন অফিসারকে জানান মহসিন।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে উপজেলা নির্বাচন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, মো. মহসিন শুনানিতে অংশ নিতে আমার দফতরে এসেছিলেন। ফেরার পথে তার উপর হামলার লিখিত অভিযোগ পেয়েছি।

আরএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm