বোয়ালখালীতে ডাকাত গ্রেফতার

0

প্রতিদিন রিপোর্ট :

চট্টগ্রামের বোয়ালখালীর নূর হোসেন (৪০) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
arrest-3-md20150728190719
গতকাল শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে আজ শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত ডাকাত নূর হোসেন পশ্চিম গোমদন্ডী চরখিজিরপুর গ্রামের নুর আহমদের ছেলে।

 

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, নূর হোসেনের বিরুদ্ধে থানায় ১৯৯৮ সালে (জিআর ৭২/৯৮ মামলা নং ৫(৭)/১৯৯৮) ও ২০০৪ সালে (জিআর ৩৯/২০০৪ মামলা নং ১৩(৩)/২০০৪) এর দুইটি ডাকাতি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল।

 

গোপন তথ্যে খবর পেয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে নুর হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় বোয়ালখালী থানা পুলিশ।

রিপোর্ট : সুমন কুমার দে

এ এস / জি এম এম / আর এস পি :::

s alam president – mobile

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!