চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় পৃথকভাবে ২৮ পিস ইয়াবা সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ আগস্ট) ভোরের দিকে মুন্দার আউলিয়া হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৮ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত দুজন হলেন মো. হাসান (২৪), তিনি পৌরসভার চরখিদিরপুর জলিল মাঝির বাড়ির মনিরুল ইসলামের ছেলে। জয় বড়ুয়া (২৩), তিনি একই এলাকার প্রীতিময় বড়ুয়ার পুত্র।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, শনিবার (২৪ আগস্ট) ভোরে দুজন ইয়াবা বিক্রিতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পৃথকভাবে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দুজনের বিরুদ্ধে মাদকের মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দুপুরে তাদের দুজনকে আদালতের প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
এএম/এসএস