বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ১২ বসতঘর

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ১২ বসতঘর। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ৮নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের গঙ্গা ব্যারাকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কিরিটী রঞ্জন বড়ুয়া।

তিনি বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আগুনে আশ্রয়ণ প্রকল্পের সরকারি ঘর পাওয়া মো. রফিক, হোসেন আলী, মোশারফ হোসেন, নুরুন্নাহার, মো. ইউছুপ, মো. বাদশা মিয়া, আবদুল সামাদ, বাহারুল আলম, জসিম উদ্দিন, বাচা মিয়া, আব্দুল হক, মোহাম্মদ পিয়ারুর বসতঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম। তিনি বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!