বোলারদের ম্যাচে ভারতের স্বস্তির জয়

ভারত-উইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি

একপাশে ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপ আরেকপাশে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মারমার কাটকাট ব্যাটিং। এই দুদলের মধ্যে টি-টোয়েন্টির লড়াই মানে তো রানের বন্যায় বোলারদের ভেসে যাওয়ার চিত্র হওয়ার কথা। কিন্তু বাস্তবে বোলারদের তোপে ব্যাটসম্যানদের নাস্তানাবুদের গল্পই লিখল টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে। আর তাতে শেষ হাসি হেসেছে ভারতই।

জেতার কাজটা সহজ করে দিয়েছিলেন বোলাররা। মাত্র ৯৫ রানে থেমে গেলো ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। অতি মামুলি সেই রান তাড়া করতে নেমে ভারতও বিপদে পড়েছিলো। তবে প্রয়োজনীয় রান এতো বেশি কম ছিলো উইকেট হারানোরটা বড় কোনো সমস্যা হয়নি ভারতের। ৪ উইকেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে নিলো বিরাট কোহলির দল।

বোলারদের ম্যাচে ভারতের স্বস্তির জয় 1
ভারতের বোলারদের পর ওয়েস্ট ইন্ডিজের বোলাররাও ম্যাচে আধিপত্য দেখায়।

তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো ভারত। তবে মামুলি স্কোর নিয়েও ওয়েস্ট ইন্ডিজ ঠিকই কাঁপিয়ে দিয়েছিলো ভারতকে। ফ্লোরিডার বাউন্সি উইকেটে স্বল্প পুঁজি নিয়েও ভারতকে ঠিকই চেপে ধরেছিলো ওয়েস্ট ইন্ডিজ। তবে স্কোরবোর্ডে মাত্র ৯৫ রান জমা করে ভারতের মতো লম্বা ব্যাটিং লাইনআপের দলকে হারানো যায় না।

৮৮ রানে ৬ উইকেট হারানো ভারতকে ঠিকই জয়ের পথ দেখান রবিন্দু জাদেজা এবং ওয়াসিংটন সুন্দরের ব্যাট।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ভারত বোলিং বেছে নেয়। ম্যাচের দ্বিতীয় বলেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনারই শূন্য রানে আউট! দলের পাঁচজন ব্যাটসম্যানের রানই শূন্য! নিকোলাস পুরান ও কাইরন পোলার্ড ব্যাট হাতে যা একটু প্রতিরোধ গড়েন। পুরান ১৬ বলে ২০ রান করেন। ইনিংসের শেষ ওভারে কাইরন পোলার্ড আউট হওয়ার আগে করেন ৪৯ রান।

বোলারদের ম্যাচে ভারতের স্বস্তির জয় 2
ভারতকে কাঁপুনি ধরিয়ে দেয়া স্পেলের পর বেস্ট পারফরমারের পুরস্কার পায় সুনীল নারিন।

ম্যাচে ভারতের বোলিং তারকা পেসার নবদ্বীপ সাইনি। টি-টোয়েন্টির অভিষেকেই সাইনি ম্যাচ সেরা পারফর্মার। ১৭ রানে ৩ উইকেট তুলে নেন সাইনি। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের শেষ ওভারে কাইরন পোলার্ডকে তুলে নেন তিনি। ইনিংসের সেই ওভারে কোনো রানই দেননি সাইনি!

২০ ওভারের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৭৯ বলে কোনো রানই তুলতে পারেনি। জয়ের জন্য মাত্র ৯৬ রান তুলতে নেমে ভারতও শুরুতে উইকেট হারায়। রোহিত শর্মা ও বিরাট কোহলি দ্বিতীয় উইকেট জুটিতে দলকে সামনে বাড়ান। ২৪ রান করে রোহিত শর্মার আউটের পর ডাবল ধাক্কা খায় ভারত। পরের বলেই রিসাভ পান্থ আউট! মিডলঅর্ডারের ব্যাটিং সঙ্কট এই মামুলি স্কোরের ম্যাচেও কাটিয়ে উঠতে পারেনি ভারত।

৪ উইকেটে জেতা ম্যাচে সেটাই ভারতের বড় সঙ্কট!

সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ৯৫/৯ (২০ ওভার) পোলার্ড ৪৯, পুরান ২০, সাইনি ৩/১৭, ভুবেনশ্বর কুমার ২/১৯)।
ভারত: ৯৮/৬ (১৭.২ ওভার) রোহিত ২৪, কোহলি ১৯, পান্ডে ১৯, ক্রুনাল পান্ডে ১২, রবিন্দু জাজেদা ১০*, ওয়াসিংটন সুন্দর ৮*, কোটরেল ২/২০, নারিন ২/১৪, কিমো পল ২/২৩)।
ফল: ভারত ৪ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: নবদ্বীপ সাইনি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!