বোরকা পরা নারীর পেছনে হাঁটতে হাঁটতে চট্টগ্রামে নিখোঁজ ৩ বছরের শিশু

৩ বছরের আবদুল্লাহকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে চলে যায় সে। তারপর থেকেই নিখোঁজ।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বোরকা পরিহিত একজন মহিলার পিছন পিছন হেটে যাচ্ছে শিশুটি।

আবদুল্লাহর বাবার নাম মাহবুবুল আলম। তিনি প্রবাসী। তার তিন মেয়ের পর একটাই ছেলে আবদুল্লাহ।

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা হাজী নাজির লেইনের রুহুল আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

আবদুল্লাহর চাচা মো. সাইমুন বলেন, আবদুল্লাহ হাঁটতে হাঁটতে বাসার বাইরে চলে যায়। তারপর এক বোরকা পড়া মহিলার পিছনে হেঁটে যেতে দেখা যায় তাকে। সিসিটিভি ফুটেজে এমনই দেখাছি। এ ঘটনায় থানায় জিডি করেছি। পুলিশ তদন্ত করছে।

ঘটনাস্থলে উপস্থিত চান্দগাঁও থানার এসআই আজিজুর রহমান বলেন, আমি আবদুল্লাহদের বাড়িতে এসেছি। সিসিটিভি ফুটেজ দেখে সার্বিক অবস্থা বোঝার চেষ্টা করছি, তদন্ত চলছে।

Yakub Group

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!