বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র বৌদ্ধ বিহারের কঠিন চীবর দান সম্পন্ন

নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র বৌদ্ধ বিহারের কঠিন চীবর দানোৎসব। শুক্রবার (২৫ অক্টোবর) নগরীর আসকার দীঘির পাড় এলাকায় রীমা কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

সকাল ১০টায় অষ্টপরিস্কারসহ সংঘদান, দুপুরে ভিক্ষু সংঘের পিণ্ডাচরণের পর উপাসক উপাসিকাদের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন, দুপুর ২টা থেকে চীবর দান অনুষ্ঠান শুরু হয়।

লুসি রাণী বড়ুয়া, ভদন্ত আসিতা রক্ষিত থের ও কেমিন্ডা ভিক্ষুর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির।

প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র ঢাকা ও চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক বিদর্শনাচার্য আসিন জিনরক্ষিত থের।

সংগীত পরিবেশনায় ছিলেন- শুক্লা বড়ুয়া, পপি বড়ুয়া ও ডালিয়া বড়ুয়া। তবলায় সহযোগিতা করেন সুবর্ণ বড়ুয়া।

সভাপতিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করেন উদযাপন পরিষদের পৃষ্ঠপোষক অনিল কান্তি বড়ুয়া এবং ক্রেস্ট দিয়ে শ্রদ্ধাভিনন্দন জানান উদযাপন পরিষদের অর্থ-সম্পাদক প্রলেপ বড়ুয়া সিকো।

প্রধান সদ্ধর্ম দেশক আসিন জিনরক্ষিত থেরকে উদযাপন পরিষদ এবং চট্টগ্রামবাসীর পক্ষে ক্রেস্ট প্রদান করেন উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী শীলব্রত বড়ুয়া।

স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী অসীম বড়ুয়া।

ধন্যবাদ জ্ঞাপন করেন উপদেষ্টা প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ। অভিবাসন প্রদান করেন সভাপতি বাবু প্রসূন কুমার বড়ুয়া।
চীবর পরিক্রমার পর পঞ্চশীল প্রার্থনা করেন অমল কান্তি বড়ুয়া।

এসবি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!