বেড়েই চলছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩৪ জন ও মৃত্যু হয়েছে ৯ জনের। এ নিয়ে দেশে মোট সংক্রমিত হয়েছেন ৩৩৮২ জন। মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১১০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন। করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মোট ব্যক্তির সংখ্যা ৮৭ জন।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানী মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৪৩৪ জন শনাক্ত হয়েছেন। এর ফলে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩শ ৮২ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২জন। মোট সুস্থ হয়েছেন ৮৭জন। নতুন করে মারা যাওয়া ৯ ব্যক্তির বয়স ছিল ৪-৬০ বছরের মধ্যে। এদের মধ্যে ৫জন পুরুষ ও ৪জন মহিলা।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত ২ হাজারের বেশি সংখ্যক লোক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন। আইসোলেশনে আছে ৫৭ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কেউ শনাক্ত হয়নি। এখনও পর্যন্ত আক্রান্ত রয়েছে ৩৯ জন। তারমধ্যে চট্টগ্রাম নগরীতে আক্রান্ত হয়েছে ২৫ জন। উপজেলাগুলোতে আক্রান্ত হয়েছে ১৪ জন। এ নিয়ে চট্টগ্রামে ১ শিশু, ২ বৃদ্ধ ও ২ নারীসহ মোট ৫জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ২৬ দিনে চট্টগ্রামে ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫৮০টি। মোট করোনা পজেটিভ হয়েছেন ৭১ জন। এরমধ্যে চট্টগ্রাম জেলার ৩৯ জন, লক্ষ্মীপুরে ২৬, নোয়াখালী ৪ ও ফেনীতে ২ জন।

প্রসংগত, বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা সাড়ে ২৪ লাখ ৮৫ হাজার ছাড়িয়েছে। করোনা আক্রান্তে মৃতের সংখ্যা ১ লাখ ৭০ হাজারের বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লাখ ৫২ হাজারের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৭ লাখ ৯২ হাজারের বেশি ছাড়িয়েছে। দেশটির সাড়ে ৪২ হাজারের অধিক মানুষ মারা গেছেন তবে সুস্থ হয়েছেন ৭২ হাজার ৩শ ৮৯ জন।

আরএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm