বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি, চিকিৎসায় অবহেলা, অক্সিজেনের মূল্য নির্ধারণ ও অস্বাভাবিক বিলের বিষয়ে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
বুধবার (৮ জুলাই) দুপুরে নগরীর আগ্রাবাদ কনভেনশন হলের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি। এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন ডবলমুরিং জোনের উদ্যোগে বিনামূল্যে ওষুধ ও পুষ্টিকর খাদ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় খোরশেদ আলম সুজন বলেন, ‘সামান্য জ্বর, সর্দি-কাশির মতো লক্ষণ নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরেও কোন চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে না চট্টগ্রামে। সাধারণ জনগনের পাশে এ সময় ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন মহামান্য হাইকোর্ট। ইতোমধ্যে হাইকোর্ট স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি বেশ কিছু নির্দেশনাও প্রদান করেছেন।’
তিনি হাইকোর্টের নির্দেশনাসমূহ দ্রুততার সাথে বাস্তবায়ন করে জনগনের চিকিৎসাসেবায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি আহবান জানান।
তিনি আরও বলেন, ‘চট্টগ্রামে করোনা পরিস্থিতির অবনতি হওয়ার সাথে সাথে জনগনের পাশে এসে দাঁড়িয়েছে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের সদস্যরা নগরীর বিভিন্ন এলাকায় দুস্থ, অসহায় ও গরীবদের মাঝে ধারাবাহিভাবে ত্রাণ বিতরনের পাশাপাশি বিভিন্ন মানবতার কাজে নিজেদের নিয়োজিত করেছেন যা উল্লেখ করার মতো। বর্তমান পরিস্থিতিতে তারা জনগনের স্বাস্থ্য সেবাকে অধিকতর গুরুত্ব দিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা, অক্সিজেন সরবরাহ, প্রয়োজনীয় ওষুধ এবং পুষ্টিকর খাবার বিতরণ কর্মসূচী চালু করেছে। তাদের মানবিক কর্মকান্ডের প্রধান উদ্যোক্তা সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান আজিজ। যার নেতৃত্বে একঝাঁক উদ্যমী ছাত্র এবং তরুণ সর্বদা নগরবাসীর কাছে জরুরি এ সেবা পৌঁছে দেওয়ার জন্য।’
এ সময় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ বলেন, ‘চট্টগ্রামের মানবিকতার উৎকৃষ্ট উদাহরণ সাবেক মেয়র আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী। তাঁর রাজনৈতিক আদর্শকে ধারণ করাই এ ফাউন্ডেশনের মূল উদ্দেশ্যে। তিনি যেভাবে চট্টগ্রামবাসীর বিপদে আপদে নিজের সবটুকু উজাড় করে দিতেন, ঠিক এ ফাউন্ডেশনের সকল সদস্যদেরও সবসময় মানবিকতার কল্যাণে সেভাবে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।
ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম এর সভাপতিত্বে এবং ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মোঃ ইমতিয়াজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর জাবেদ নজরুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, যুগ্ম-সাধারণ সম্পাদক রনি মির্জা, মহিলা কাউন্সিলর ফারহানা জাবেদ।
অনুষ্ঠান শেষে জনসাধারণের মাঝে বিনামূল্যে ওষুধ এবং পুষ্টিকর খাবার বিতরণ করা হয়৷
এমএফও