ভোগ্যপণ্যের অন্যতম বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (৬ এপ্রিল) দুপুরে খাতুনগঞ্জের সোনা মিয়া মার্কেটে অভিযানে চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
তবে অভিযান দেখে দোকানের শার্টার নামিয়ে পালিয়ে যায় সোনা মিয়া মার্কেটে বেশিরভাগ ব্যবসায়ী।ভোজ্যতেলের ডিও ব্যবসায়ীদের সবচেয়ে বড় মার্কেট এটি।
অভিযানে খাতুনগঞ্জের সোনা মিয়া মার্কেটের মেসার্স মক্কা স্টোরকে ৫০ হাজার এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স এম কে স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিছুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিবারই খাতুনগঞ্জে অভিযানে এলে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যান। আজকেও সোনা মিয়া মার্কেটে যাওয়ার সময় দেখি বেশিরভাগ ব্যবসায়ী দোকান বন্ধ করে চলে গেছে। দোকান বন্ধ করে পালিয়ে যাওয়া ব্যবসায়ীরা কেন পালালো বিষয়টি নিয়ে ওই মার্কেটের সভাপতি ও সম্পাদকের সমন্বয়ে আমরা কথা বলবো।
এএস/ডিজে