বেশি দামে পণ্য বিক্রি, সাতকানিয়ার ৫ ব্যবসায়ীকে অর্থদণ্ড

বেশি দামে পণ্য বিক্রি ও মূল তালিকা না থাকায় চট্টগ্রামের সাতকানিয়ার পাঁচ ব্যবসায়ীকে ৯৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ মার্চ) বিকালে উপজেলার কেরাণীহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।

জানা গেছে, বুধবার বিকালে কেরাণীহাট বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিক মূল্যে পণ্য বিক্রি করায় আম্মাজান পাঞ্জাবি বিতানকে ২৫ হাজার টাকা, রিমেক্স ৬৯-কে ১৫ হাজার টাকা, শৈল্পিককে ১ হাজার টাকা, আরটিক্সকে ৫ হাজার টাকা, সু-বাজারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদিন।

ইউএনও মিল্টন বিশ্বাস জানান, অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm