বেশি দামে ডিম বিক্রি, পাহাড়তলীর আড়তদারকে অর্থদণ্ড

ইচ্ছেমতো দাম বসিয়ে ডিম বিক্রি করছিল চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর এক আড়তদার। এই অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৪ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ আড়তদারকে এই জরিমানা করেন।

জানা গেছে, পাহাড়তলীর এলাকায় প্রতিশত ডিম ১ হাজার ২১০ টাকা থেকে ১ হাজার ২২০ টাকায় বিক্রি হচ্ছিল। যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১ হাজার ৩১০ থেকে ১ হাজার ৩২০ টাকায়। বাড়তি দামের ডিম বিক্রির দায়ে এক আড়তদারকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ বলেন, দেশের উত্তরাঞ্চল থেকে ডিম সংগ্রহ করার সময় তাদেরকে কোনো রশিদ দেওয়া হয় না। ফলে তারা নিজেদের ইচ্ছামত দাম বাড়ানোর সুযোগ পান। পাশাপাশি অভিযানকালে আমরা ডিমের মূল্যতালিকাও দেখতে পাইনি। তাই এক আড়তদারকে জরিমানা করা হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm